Image description

রাজবাড়ীর পাংশা উপজেলার এক চিকিৎসক দম্পতি ৪৮তম বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে একসঙ্গে চূড়ান্তভাবে নির্বাচিত হয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। ডা. ইনজামুল হক শিহাব ও তার স্ত্রী ডা. সিফাত জান্নাত স্পষ্টের এই অসাধারণ সাফল্যে পরিবার-পরিজন ও স্থানীয়দের মাঝে আনন্দের বন্যা বইছে।

ডা. ইনজামুল হক শিহাবের বাড়ি পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নে, আর তার স্ত্রী ডা. সিফাত জান্নাত স্পষ্ট ঢাকার যাত্রাবাড়ী থানার মালেক মিয়ার কন্যা। স্বামী-স্ত্রীর একসঙ্গে বিসিএস ক্যাডার হওয়ার এই অর্জনকে স্থানীয়রা ব্যতিক্রমী ও গৌরবময় হিসেবে উদযাপন করছেন।

পরিবারের সদস্যরা জানান, কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং একে অপরের প্রতি সহযোগিতার ফলেই এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে। স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা এই দম্পতির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।

পাংশা ও ঢাকার নিজ নিজ এলাকায় এই যুগলের সাফল্য ঘিরে গর্ব ও অনুপ্রেরণার আবহ তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন, তরুণ প্রজন্মের কাছে ডা. ইনজামুল ও ডা. সিফাত হয়ে উঠবেন প্রেরণার প্রতীক।