Image description

নেত্রকোনার বারহাট্টায় নব-নিযুক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ মতবিনিময় সভায় বলেছেন, মাদক নির্মূল শুধু প্রশাসনের ধারায় সম্ভব নয়। এটি নির্মূল করতে হলে সামাজিক ও সাংস্কৃতিক  আন্দোলন গড়ে তুলতে হবে। প্রতিটি অভিভাবক কে সচেতন করতে হবে। বারহাট্টা থানায় মাত্র ৫০ জন পুলিশ সদস্য রয়েছে আর এই উপজেলায় প্রায় ২ লক্ষ মানুষের বসবাস। 

এই সময় তিনি বারহাট্টা থানার ওসি কামরুল হাসান কে লক্ষ করে বলেন তিনি যেনো মাদকের ব্যপারে জিরো টলারেন্স থাকে। বিশেষ করে যারা মাদক ব্যবসা করে তাদের ব্যপারে পুলিশ কে শতভাগ শক্ত থাকার ও কোন রকম রাজনৈতিক তদবির বা প্রশাসনিক তদবিরে কোন ছাড় না দেয়ার কথা ওসি কে বলেন। 

বারহাট্টা অফিসার্স ক্লাবে সোমবার দুপুরে (১৫ সেপ্টেম্বর) মতবিনিময় সভা টি অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খবিরুল আহসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নব নিযুক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।

এসময় সভায় উপস্থিত ছিলেন, বারহাট্টা উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি শামীমা আফরোজ মারলিজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ উবায়েদ উল্লাহ খান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম গোলাম হোসাইন, বারহাট্টা থানার অফিসার ইন চার্জ মোঃ কামরুল হাসান, উপজেলা হিসাব রক্ষক কর্মকর্তা কামরুজ্জামান, উপজেলা নির্বাহী প্রকৌশলী আব্দুল বাতেন,উপজেলা ভারপ্রাপ্ত প্রাণী সম্পদ কর্মকর্তা সাদেকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি রহমত আলী তালুকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান মানিক আজাদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রশীদ আলম তালুকদার, বারহাট্টা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খায়ের টিটু, সিংধা ইউনিয়নের চেয়ারম্যান নাসিম তালুকদার, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী আব্দুল বাসির খান, সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ নুরুল আমিন, বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক ফারুক, নারী প্রগতি সংঘের বারহাট্টা উপজেলার কেন্দ্র ব্যবস্থাপক সুরুজিত ভৌমিক সহ উপজেলায় কর্মরত সকল সরকারি কর্মকর্তা ও বীরমুক্তিযোদ্ধা, বিভিন্ন দলের রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক সহ সুশীল সমাজের ব্যাক্তিবর্গরা।