Image description

চুয়াডাঙ্গা পৌর এলাকার হকপাড়ার একটি ভাড়া বাসা থেকে ৫৫ বছর বয়সী এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই বৃদ্ধার নাম গুলশান আরা খাতুন চমন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।

আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয়রা ওই বাড়ি থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দেয়। পরে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ঘটনাস্থলে এসে দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করে। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানিয়েছেন, গুলশান আরা খাতুন চমন নামের ওই বৃদ্ধা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। গত শুক্রবার থেকে তাকে ফোনে পাওয়া যাচ্ছিল না। আজ দুপুরে ওই বাড়ি থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে প্রতিবেশীরা পুলিশকে খবর দেন। পরে সদর থানা পুলিশ ঘটনাস্থলে এসে গেট ভেঙে ভেতরে প্রবেশ করে এবং তার অর্ধগলিত লাশ উদ্ধার করে। স্থানীয়দের ধারণা, অসুস্থতার কারণেই তার মৃত্যু হয়েছে।

মৃত নারী মোছাঃ গুলশান আরা চমন (৫৫) চুয়াডাঙ্গা সদর থানার দক্ষিণ গোরস্থান পাড়ার মৃত মহিউদ্দিন জোয়ার্দ্দার এর মেয়ে এবং  তিনি ঝিনাইদহের শৈলকুপার দামুকদিয়া মৃত আবুল কাশেম এর স্ত্রী।

স্বামী মারা যায় দীর্ঘদিন তিনি চুয়াডাঙ্গা সদরের হকপাড়ায় ভাড়া বাসায় একাকী বসবাস করে আসছিলেন।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কয়েক দিন আগে পা পিছলে পড়ে গিয়ে গুলশান আরা খাতুনের মৃত্যু হয়েছে। এটি একটি স্বাভাবিক মৃত্যু বলে মনে হচ্ছে, বিষয়ে পুলিশ তদন্ত করছে। লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি আইনগত প্রক্রিয়াধীন