গাঁজাসহ গ্রেপ্তারের পর সান্তাহার স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি বহিষ্কার

বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি রুবেল হোসেনকে প্রায় ৭কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সকালে নওগাঁ শহরের তাজের মোড় এলাকা থেকে সিনিয়র সহ-সভাপতি রুবেলসহ একই ঘটনায় আরও দুইজনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
এদিকে খবর পেয়ে বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের দায়িত্বরতরা সান্তাহার পৌর স্বেচ্ছাসেবক দলের পদ থেকে তাকে বহিষ্কার করেন। বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ'র স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে তথ্যটি পাওয়া যায়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সান্তাহার পৌর শাখার সিনিয়র সহ সভাপতি মোঃ রুবেল হোসেনকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে আজীবন বহিস্কার করা হলো। দলের নেতাকর্মীদের তার সাথে কোন প্রকার যোগাযোগ না রাখার নির্দেশ প্রদান করা হলো। সিদ্ধান্তটি আজ গ্রহণ করা হয়।
নওগাঁ ডিবি পুলিশের উপ-পরিদর্শক আমিরুল ইসলাম বলেন, এদিন সকাল ১০ টায় শহরের তাজের মোড় এলাকায় অন্য জেলা থেকে ঢাকা কোচের মাধ্যমে গাঁজা নিয়ে আসা হচ্ছে। গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে ডিবি পুলিশের একটি দল সেখানে অবস্থান করা হয়। এসময় মমিনুল তার হাতে থাকা একটি ট্রাভেল ব্যাগ রুবেল হোসেন ও ছনি বানুর কাছে হস্তান্তর করছিল। এমন সময় আমরা ওই তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করি। এসময় তাদের ওই ব্যাগের ভিতর থেকে কচটেপ মোড়ানো অবস্থায় ৫ টি প্যাকেটে ৬ কেজি ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া তাদের কাছ থেকে মাদক ক্রয় বিক্রির নগদ ৯ হাজার ৩ শত টাকা ও চারটি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, বগুড়ার সান্তাহার পৌর শহরের কলসা হলুদঘর এলাকার চুন্নু মিয়ার ছেলে রুবেল হোসেন (৩৪)। তিনি পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি। এবং ইয়ার্ড কলোনির মৃত রফিকুল ইসলাম ভোলার মেয়ে ছনি বানু (২৫) ও মৃত রফিকউল্লাহ'র ছেলে মমিনুল (৪৩)। তার স্থায়ী বাড়ি নোয়াখালীর মুরাদপুরে আর বর্তমানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ গ্রামে।
Comments