Image description

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চলন্ত ট্রেনের ধাক্কায় অটোরিকশার চালকসহ এক নারী নিহত হয়েছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার মোগড়া ইউনিয়নের দীঘিরজান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন; কসবা উপজেলার শিকারপুর গ্রামের রিয়াজুলের স্ত্রী পপি আক্তার (২৩) ও একই উপজেলার মান্দাইরপর গ্রামের অটোরিকশা চালক সাদিক মিয়া (৩৭)।

প্রত্যক্ষদর্শী মোগড়া এলাকার জহির মিয়া জানান, সিএনজি চালিত অটোরিকশাটি গিরিশনগর যাওয়ার পথে প্রবল বৃষ্টির কারণে ট্রেন দেখতে পাননি চালক। এ সময় সাদিক মিয়া রেললাইন অতিক্রম করার চেষ্টা করলে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা জামালপুরগামী বিজয়  এক্সপ্রেসের ধাক্কায় অটোরিকশাটি ছিটকে পড়ে। ঘটনাস্থলেই চালক সাদিক মিয়া ও যাত্রী পপি আক্তার নিহত হন।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে।