
কুষ্টিয়ার মিরপুরে রাতের আঁধারে অস্থায়ী মন্দিরের প্রতিমা ভাঙলো দূর্বৃত্তরা। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার পোড়াদহ ইউনিয়নের স্বরুপদহ পালপাড়া কালী মন্দির মন্দিরে এ ঘটনা ঘটে।
এসময় প্রতিমা নির্মাণে দায়িত্বরত কারিগর মন্দিরের বাইরে যাওয়ার সুযোগে দুর্বৃত্তরা মন্দিরে প্রবেশ করে দুটি মূর্তি কার্তিকের হাত ও মাথা এবং স্বরস্বতীর হাত ভেঙে দিয়ে অন্ধকারেই পালিয়ে যায়। তবে বৃষ্টির মধ্যে বিদ্যুৎ না থাকার সুযোগে দুর্বৃত্তরা ঘটনাটি ঘটিয়েছে বলে ধারণা করছে স্থানীয়রা।
ঘটনার পর পুলিশ, র্যাবসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ঘটনাস্থলে পরিদর্শন করেছেন।
মন্দির কমিটির সভাপতি অমরেশ ঘোষ বলেন, মন্দিরে কার্ত্তিক ও সরস্বতী প্রতিমার মাথা ও হাত ভাঙচুর করা হয়েছে। ওই সময় আমাদের এলাকায় বিদ্যুৎ ছিল না। সাথে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। এই সুযোগে কে বা কাহারা ঘটনা ঘটিয়েছে। টিনশেডে ঘেরা অস্থায়ী মন্দির। রাতে প্রতিনিয়ত মন্দির পাহাড়া দেওয়া হয়। লোডশেডিংয়ের সময় মন্দিরে গিয়ে দেখতে পাই প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। সামনে দুর্গাপূজা। প্রতিমার মাটির কাজ শেষ হয়েছে। আজ সোমবার থেকে রংয়ের কাজ শুরু হবার কথা ছিল।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে এসেছি। ঘটনাটি নিয়ে পুলিশ সহ আইন-শৃঙ্খলা বাহিনীর একাধিক টিম কাজ করছে।
Comments