Image description

নরসিংদীর রায়পুরা উপজেলায় দোকান থেকে বাড়ি ফেরার পথে এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তির নাম মানিক মিয়া, যিনি রায়পুরার উত্তর বাখরনগর ইউনিয়নের জঙ্গি শিবপুর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন মুদি ব্যবসায়ী ছিলেন।

সোমবার সকালে উপজেলার জঙ্গি শিবপুর এলাকার আড়িয়াল খাঁ নদের তীর থেকে মানিকের মরদেহ উদ্ধার করা হয়। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার এই তথ্য নিশ্চিত করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, রোববার রাত ১০টার দিকে মানিক মিয়া দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশে রওনা দেন। এরপর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। রাত ১টার দিকে তার ভাই আরিফ মিয়া দোকানে খুঁজতে গেলে রাস্তার পাশে মানিকের রক্তাক্ত মরদেহ দেখতে পান। আরিফ মিয়া বলেন, "ভাই প্রতিদিন রাত ৯টার মধ্যে বাড়ি ফিরে আসতেন। রোববার রাত ১০টা পেরিয়ে গেলেও বাড়ি না ফেরায় তার মোবাইল নম্বরে অনেকবার ফোন করা হলেও রিসিভ করেনি।"

পুলিশ জানিয়েছে, মানিকের গলার পেছনের দিক থেকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। ঘটনাস্থল থেকে তার মোবাইল ফোন, টর্চ লাইট এবং কিছু টাকা উদ্ধার করা হয়েছে, যা থেকে ধারণা করা হচ্ছে এটি কোনো ডাকাতির ঘটনা নয়। তবে হত্যাকাণ্ডে ব্যবহৃত কোনো অস্ত্র পাওয়া যায়নি এবং হত্যার কারণও এখনো জানা যায়নি। পুলিশ এই ঘটনার তদন্ত করছে।