Image description

চিকিৎসক ও রাজনৈতিক বিশ্লেষক ডা. সাখাওয়াত হোসেন সায়ন্থ সম্প্রতি এক টেলিভিশন টক শোতে বলেছেন যে, উপদেষ্টারা যদি নিরাপদে ক্ষমতা থেকে বের হতে চান, দেশকে গৃহযুদ্ধ থেকে বাঁচাতে চান এবং অর্থনৈতিকভাবে এগিয়ে নিতে চান, তাহলে নির্বাচনের কোনো বিকল্প নেই।

তিনি বলেন, সরকার যখন জোরালোভাবে নির্বাচনের ঘোষণা দিয়ে এতদূর এগিয়ে এসেছে, তখন যদি নির্বাচন না হয়, তবে তা একটি অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করবে। এই অস্বাভাবিক পরিস্থিতির সুযোগ নিতে পারে ফ্যাসিবাদী গোষ্ঠী, যারা বর্তমানে চুপচাপ আছে।

ডা. সায়ন্থের মতে, রাজনৈতিক দলগুলোর মধ্যে সংঘাত শুধু ঘরের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং তা গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবে। এমন পরিস্থিতিতে যারা ক্ষমতাচ্যুত ফ্যাসিবাদী গোষ্ঠী, তারা মাঠে নেমে পড়বে। তখন এই সরকারের উপদেষ্টা, এমনকি যারা গণ-অভ্যুত্থানের সঙ্গে জড়িত ছিল— রাজনৈতিক বা অরাজনৈতিক, কেউই নিরাপদ থাকবে না।

তিনি আরও বলেন, এই সরকারের উপদেষ্টাদের নিজেদের নিরাপত্তার স্বার্থেই নির্বাচন দেওয়া উচিত, কারণ ফ্যাসিবাদী গোষ্ঠী তাদের ছেড়ে দেবে না।

ডা. সায়ন্থ প্রধান উপদেষ্টার উচ্চাকাঙ্ক্ষা নিয়েও কথা বলেন। তিনি বলেন, প্রধান উপদেষ্টা বাংলাদেশকে 'থ্রি জিরো'-তে নিয়ে আসতে চান এবং দারিদ্র্য দূর করতে চান। তিনি নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন এবং সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করতে চান। এসব চাওয়া অন্যায় নয়। তবে এই চাওয়া অন্য কোনো কিছুর সঙ্গে জুড়ে দিলে তা আলংকারিক শব্দ যোগ করে।

তিনি উল্লেখ করেন যে, প্রধান উপদেষ্টা প্রথমে বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং এর কোনো বিকল্প নেই।