
গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় আরও ৫৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। সোমবার আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, নিহত ৫৩ জনের মধ্যে ৩৫ জনই গাজা সিটির বাসিন্দা। ইসরায়েলি হামলায় গাজা সিটির তিনটি আবাসিক টাওয়ারসহ মোট ১৬টি ভবন ধ্বংস হয়েছে। ধারণা করা হচ্ছে, ইসরায়েলি বাহিনীর এই অভিযানের মূল লক্ষ্য হলো উত্তরাঞ্চলের নগর কেন্দ্র দখল করে সেখানকার বাসিন্দাদের উচ্ছেদ করা।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অপুষ্টিজনিত কারণে নতুন করে আরও দুজন মারা গেছেন। এর ফলে যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত খাদ্যাভাবে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২২ জনে।
ইসরায়েলের অব্যাহত বোমাবর্ষণের কারণে হাজার হাজার মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হচ্ছে। দখলদার বাহিনী স্কুল, মসজিদ, হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র, আবাসিক ভবন, তাঁবু এবং আন্তর্জাতিক মানবিক সংস্থার দপ্তরেও হামলা চালাচ্ছে।
জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা (UNRWA)-এর প্রধান ফিলিপ লাজারিনি এক্স-এ (সাবেক টুইটার) লিখেছেন, গত চার দিনে গাজা সিটিতে তাদের ১০টি ভবনে হামলা হয়েছে। এর মধ্যে ৭টি স্কুল ও দুটি ক্লিনিক রয়েছে, যেখানে হাজার হাজার বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিল।
উল্লেখ্য, গাজায় এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় ৬৪ হাজার ৮৭১ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৬৪ হাজার ৬১০ জন আহত হয়েছেন।
Comments