
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সালিশ চলাকালীন দুই গ্রামবাসীর মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ওসিসহ ৪ জন পুলিশ সদস্য এবং দুই গ্রামের অন্তত ২০ জন আহত হয়েছেন।
গত রোববার রাতে টুঙ্গিপাড়া উপজেলার 'পৌর মাল্টিপারপাস' মার্কেটের সামনে এই সংঘর্ষ ঘটে। জানা যায়, গত ১২ সেপ্টেম্বর ডাব বেচাকেনা নিয়ে শ্রীরামকান্দি গ্রামের ডাব বিক্রেতা মো. হামজা এবং পাটগাতী সরদারপাড়া এলাকার ক্রেতা জিয়ারুল মোল্লার মধ্যে হাতাহাতি হয়। এর জেরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একটি সালিশের আয়োজন করা হয়।
সন্ধ্যার দিকে সালিশ চলাকালীন উভয় গ্রামের লোকজন মার্কেটের বাইরে জড়ো হতে থাকে। একপর্যায়ে মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সংঘর্ষ থামানোর চেষ্টা করলে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলামসহ চারজন পুলিশ সদস্য ইট-পাটকেলের আঘাতে আহত হন।
পরে গোপালগঞ্জ থেকে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের সময় ফুটপাতের প্রায় ১০টি দোকান ভাঙচুর করা হয় বলে জানা গেছে।
আহতদের মধ্যে ওসি, একজন এসআই এবং চারজন পুলিশ সদস্য রয়েছেন। তারা টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গোপালগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. সরোয়ার হোসেন জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি, তবে মামলা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Comments