Image description

নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সামসুল হকের বিরুদ্ধে ছাত্রীদের প্রতি অশোভন আচরণ ও আপত্তিকর মেসেজ পাঠানোর গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, তিনি ছাত্রীদের ওড়না ছাড়া ছবি পাঠানোর জন্য চাপ প্রয়োগ করেছেন এবং অবৈধ সম্পর্কে জড়ানোর প্রস্তাব দিয়েছেন। এসব ঘটনার প্রমাণ হিসেবে ফেসবুক মেসেঞ্জারে তার পাঠানো বার্তার স্ক্রিনশট ফাঁস হয়েছে, যা কলেজের প্রধান গেটে ব্যানার হিসেবে ঝুলিয়ে প্রতিবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা। এই স্ক্রিনশট ও ব্যানার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভাইরাল হওয়া স্ক্রিনশটে দেখা যায়, অধ্যক্ষ সামসুল হক একজন ছাত্রীর সৌন্দর্যের প্রশংসা করে তার কাছে ওড়না ছাড়া ছবি চেয়েছেন। একটি কথোপকথনে তিনি লিখেছেন, “নতুন বউ সাজে দেখা করলে না?” উত্তরে ছাত্রী জানান তিনি ব্যস্ত ছিলেন। এরপর সামসুল লিখেছেন, “আমি তোমার বিউটি থেকে বঞ্চিত হলাম।” এ ধরনের কুরুচিপূর্ণ ও ইঙ্গিতপূর্ণ মন্তব্য একাধিক ছাত্রীর প্রতি করেছেন বলে অভিযোগ রয়েছে।

এক ভুক্তভোগী শিক্ষার্থী জানান, প্রায় দুই বছর আগে যখন তিনি বিএমসি মহিলা কলেজে একাদশ শ্রেণিতে পড়তেন, তখন সামসুল হক সেখানে অধ্যক্ষ ছিলেন। তিনি বলেন, “কলেজে যাতায়াতের সময় স্যার আমার সঙ্গে কথা বলতেন। ফেসবুকে বন্ধু তালিকায় যুক্ত হওয়ার পর আমার স্টোরি বা ছবিতে অশ্লীল মন্তব্য করতেন। একপর্যায়ে ওড়না ছাড়া ছবি চাওয়ায় আমি তাকে ব্লক করে স্ক্রিনশট সংরক্ষণ করি।”

অভিভাবকরা এসব স্ক্রিনশট যাচাই করে অভিযুক্ত অধ্যক্ষের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তারা বলছেন, এ ধরনের আচরণ শিক্ষকের পদের জন্য অগ্রহণযোগ্য এবং শিক্ষার পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ফেলে।

অভিযোগের বিষয়ে জানতে নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সামসুল হকের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

নওগাঁ সরকারি কলেজের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে এ ঘটনা নিয়ে তীব্র ক্ষোভ বিরাজ করছে। স্ক্রিনশটগুলো কলেজ গেটে ব্যানার হিসেবে ঝুলিয়ে শিক্ষার্থীরা প্রতিবাদ জানিয়েছেন। এ ঘটনায় দ্রুত তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।