Image description

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শিল্পপতি আলহাজ্ব সরওয়ার আলমগীর বলেছেন, গুপ্ত সংগঠনের নেতাকর্মীরা বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। অথচ ৫ আগস্ট ক্ষমতার পটপরিবর্তনের পর তারাই প্রকাশ্যে এসে চাঁদাবাজি করছে।

তিনি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, চক্রান্ত ষড়যন্ত্র করে নির্বাচন বানচাল করা যাবে না।

১৪ সেপ্টেম্বর বিকেলে ফটিকছড়িতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় রাষ্ট্র মেরামতের ৩১ দফা দাবি সম্বলিত প্রচার পত্র বিতরণকালে তিনি এসব কথা বলেন।
 
এসময় উপস্থিত ছিলেন, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দিন শাহীন, জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ জয়নাল আবেদীন, উপজেলা বিএনপি'র সদস্য এস এম ইউসুফ, হাসেম, মহসিন, আবদুল মন্নান চৌধুরী, ইউসুফ, সেলিম, মোঃ ওসমান, নাজিম উদ্দিন, ডা: রফিকুল আলম, পেয়ারু, নাছির, ইব্রাহিম, সাইফুল হায়দার রাসেল, মোজাহারুল ইকবাল লাভলু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিন উদ্দিন, আফাজ উদ্দিন, মোঃ টিপু, হাছান, সুজন, নূরুদ্দীন, রিয়াজ, শাহাদাত, কায়ছার, মাসুম প্রমুখ।