
নীলফামারীতে ‘জাতীয় চ্যাম্পিয়নশীপ-২০২৫ য়ে’ নীলফামারী ফুটবল দল চ্যাম্পিয়ন হয়েছে। রবিবার বিকেলে (১৪ সেপ্টেম্বর) জেলা শহরের সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে পঞ্চগড় ফুটবল দলকে ৪-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নীলফামারী।
২টি গোল করে ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের আলিফ নুর, এছাড়া মোরসালিন ও মুজিবুর রহমান ১টি করে গোল করেন চ্যাম্পিয়ন দলের হয়ে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে ও নীলফামারী জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগীতায় চ্যাম্পিয়নশীপের পৃষ্ঠপোষকতায় ছিলো যুব ও ক্রীড়া মন্ত্রনালয়।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
জেলা ক্রীড়া সংস্থার সদস্য এ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোহসিন, জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুক, পঞ্চগড় জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি ফরহাদ হোসেন আজাদ বক্তব্য দেন।
জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হোসেন জানান, চ্যাম্পিয়ন দলকে ১০হাজার টাকার প্রাইজমানি ও ক্রেস্ট প্রদান করা হয়। ‘তারুণ্যের উৎসব ঘিরে’ ও নুতন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই চ্যাম্পিয়নশীপ অনুষ্ঠিত হয়।
Comments