Image description

গাজীপুর মহানগরের জোন-২ এলাকায় পূবাইল উচ্চ বিদ্যালয়ে ডিজিটাল ক্লাসরুম ও সিসিটিভি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থী ও অবিভাবকদের উদ্দেশে ভিন্নধর্মী সতর্কবার্তা দিয়েছেন পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আমিরুল ইসলাম।

তিনি অবিভাবকদের বলেন, মাধ্যমিকের আগে আপনার স্কুলপড়ুয়া সন্তানদের হাতে যদি মোটরবাইক তুলে দেন, তবে তার আগে আশপাশের হাসপাতালের ঠিকানা লিখে দিন। আর মেয়েদের হাতে মোবাইল ফোন দেওয়ার আগে মনে রাখবেন, কখন পালিয়ে যাবে সেই তারিখও আগে ঠিক করে রাখবেন। সমাজে এই ধরনের ঘটনা অহরহ ঘটছে তাই মোবাইল ব্যবহারে সতর্কতা অবলম্বন করুন।

ওসি শিক্ষার্থীদের বলেন, তোমরা আজ যে সুযোগ-সুবিধাগুলো পাচ্ছ, আমাদের সময়ে তা ছিল না। এখন তোমাদের কাছে আধুনিক প্রযুক্তি আছে, তাই সঠিকভাবে ব্যবহার করতে হবে। পড়াশোনায় মনোযোগী হলে ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে।

১৪ সেপ্টেম্বর সোমবার বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সাহেদ সরকার রাকিবের উদ্যোগে পূবাইল উচ্চ বিদ্যালয়ে অত্যাধুনিক ডিজিটাল ক্লাসরুম চালু করা হয়। সেখানে ৪০০০ লুমেন্স প্রজেক্টর ও পূর্ণাঙ্গ কম্পিউটার সেট স্থাপন করা হয়েছে। এর ফলে শিক্ষার্থীরা প্রযুক্তিনির্ভর শিক্ষার সুযোগ পাচ্ছে। পাশাপাশি বিদ্যালয়ের নিরাপত্তা জোরদারে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ১৮টি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলমগীর হোসেন বলেন,ডিজিটাল ক্লাসরুমে শিক্ষার্থীরা প্রযুক্তি ও জ্ঞানের দিক থেকে আরও এগিয়ে যাবে। আবার সিসিটিভির আওতায় আসায় নিরাপত্তা নিশ্চিত হয়েছে। আমি চাইলে মোবাইল ফোনের মাধ্যমেই ক্লাসরুম কার্যক্রম দেখতে পারি।

ডিজিটাল ক্লাসরুম ও সিসিটিভি চালুর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকরা। তারা আশা প্রকাশ করেছেন, এ ধরনের পদক্ষেপ শিক্ষার মান উন্নয়ন ও বিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থায় ইতিবাচক প্রভাব ফেলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন, পূবাইল থানা বিএনপির সহ-সভাপতি শেখ তানভীর আহমেদ, পূবাইল থানার উপ-পরিদর্শক (সেকেন্ড অফিসার) নাজমুল হক, বিদ্যালয়ের অভিভাবক সদস্য ও জামায়াতে ইসলামীর রুকন সদস্য পূবাইল বাজার ইউনিট সভাপতি আরিফুর রহমান প্রমুখ।