
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি এবার সম্পূর্ণ নতুন ভূমিকায় আসছেন। প্রথমবারের মতো তাকে একটি আইটেম গানে দেখা যাবে। তবে এটি কোনো সিনেমায় নয়, বরং একটি মেগা সিরিয়ালে।
আগামী ১৫ সেপ্টেম্বর থেকে নতুন ধারাবাহিক 'খুশবু'-র প্রচার শুরু হবে। এই ধারাবাহিকের প্রথম পর্বেই মাহিকে একটি আইটেম গানে দেখা যাবে। সেখানে তিনি ঢাকাই সিনেমার নায়িকা তিতলি মির্জা চরিত্রে অভিনয় করবেন।
সাজ্জাদ সুমন পরিচালিত 'খুশবু' ধারাবাহিকের গল্পে একজন তরুণীর গ্রাম থেকে শহরে এসে জীবনের কঠিন মুহূর্তের সঙ্গে সংগ্রাম করার গল্প তুলে ধরা হয়েছে। পাশাপাশি, এতে গার্মেন্টস কর্মীদের সুখ-দুঃখ, স্বপ্ন ও বাস্তবতার চিত্রও দেখানো হবে। ধারাবাহিকের একটি অংশ রূপালি পর্দার পেছনের মানুষের জীবন নিয়ে তৈরি হয়েছে।
এই ধারাবাহিকে আরও অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, ইন্তেখাব দিনার, নাজিয়া হক অর্ষা, মাইমুনা ফেরদৌস মম সহ আরও অনেক অভিজ্ঞ অভিনয়শিল্পী।
Comments