Image description

মুন্সীগঞ্জের গজারিয়ায় এক মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নোমান আহাম্মেদ (২১) নামের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার সকালের দিকে গজারিয়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। ওই দিন দুপুর তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত নোমান আহাম্মেদ কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার মুছাগাড়া গ্রামের শাহজাহান মিয়ার ছেলে। সে উপজেলার বাউশিয়া ইউনিয়নের চর বাউশিয়া পশ্চিমকান্দি গ্রামে গড়ে উঠা গজারিয়া কলিম উল্লাহ মাদ্রাসায় সহকারী শিক্ষক হিসাবে শিক্ষকতা করছিলেন।

ভুক্তভোগীর পরিবার ও মামলার সূত্রে জানা যায়, গতো শনিবার বিকালে মাদ্রাসার সকল ছাত্রদের সাথে মাদ্রাসার মাঠে খেলা-ধুলা করছিলো সে। এসময় শিক্ষক নোমান আহাম্মেদ তাকে ওই প্রতিষ্ঠানের ওয়াশরুমে নিয়ে জোরপূর্বক বলাৎকার করে। এ সময় কাউকে কিছু জানালে মাদ্রাসা থেকে বের করে দেওয়া ও খুনের হুমকিও দেন তিনি। পরবর্তীতে শিশুটি বাড়ি চলে আসে। মাদ্রাসায় যেতে না চাইলে মায়ের জিজ্ঞাসায় ঘটনার বিস্তারিত জানায় সে। এ ঘটনায় রবিবার গজারিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী শিশুটির বাবা। 

গজারিয়া থানার পরিদর্শক তদন্ত শহিদুল ইসলাম বলেন, ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। দুপুর তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।