Image description

পিরোজপুরের মঠবাড়িয়ার ঐহিত্যবাহী কে এম লতীফ ইনস্টিটিউশনের অবসরপ্রাপ্ত শিক্ষক নাসির উদ্দিন হত্যা মামলায় ছেলে রিয়াজ উদ্দিনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার বিকেলে উপজেলার দাউদখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

এ ঘটনায় নিহত শিক্ষক নাসির উদ্দিনের বোন মাসুমা পারভীন বাদী হয়ে রিয়াজ উদ্দিনকে আসামি করে শনিবার রাতে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

গ্রেপ্তারকৃত রিয়াজকে রোববার সকালে ৭ দিনের রিমান্ড চেয়ে মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করলে বিজ্ঞ আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। নিহত শিক্ষক নাছির উদ্দিন উপজেলার হলতা গুলিসাখালী ইউনিয়নের দুর্গাপুর গ্রামের বাসিন্দা। 

মামলা সূত্রে জানাযায়, রিয়াজের মা মারা যাওয়ার পর থেকে রিয়াজ উদ্দিন বেপরোয়া জীবন-যাপন শুরু করে এবং মাদকাসক্ত হয়ে পড়েন। এতে বাবা নাসির উদ্দিন নিষেধ করলে ছেলে রিয়াজ তার ওপর ক্ষিপ্ত হয়। পরবর্তীতে বাবার কাছে ভোগ দখলীয় সম্পত্তি বিক্রি করে বারবার টাকা দাবী করে মাদকাসক্ত পুত্র রিয়াজ। অবসরপ্রাপ্ত শিক্ষক নাছির উদ্দিন জমি বিক্রি করে টাকা না দেয়ায় ক্ষিপ্ত হয়ে বাবার সম্পত্তি অবৈধভাবে দখল করার উদ্দেশ্যে গত ১২ অথবা ১৩ জুলাই এর যেকোনো সময় তাকে হত্যা করা হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। 

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন আকন জানান, আঘাতের কারণে ওই শিক্ষকের মৃত্যু হয়েছে বলে ময়নাতদন্তের রিপোর্ট আসে। এ ঘটনায় শিক্ষক নাসির উদ্দিনের বোন মাসুমা পারভীন বাদী হয়ে নিহত শিক্ষকের একমাত্র পুত্র রিয়াজ উদ্দিনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে রোববার ৭ দিনের রিমান্ড আবেদন চেয়ে আদালতে সোপর্দ করলে বিজ্ঞ আদালত ২দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

উল্লেখ্য, মঠবাড়িয়ার কে এম লতিফ ইনস্টিটিউশনের অবসরপ্রাপ্ত শিক্ষক নাসির উদ্দিন (৬৮) চলতি বছরের ১২ জুলাই নিখোঁজ হন। নিখোঁজের একদিন পর পৌরশহরের বাসা থেকে ২০০ গজ দূরে শহীদ মোস্তফা খেলার মাঠের মঞ্চ থেকে তার লাশ উদ্ধার করে থানা পুলিশ।