Image description

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর-রাধিকা সড়কে মোটরসাইকেল-ট্রাকের সংঘর্ষে দুলাল মিয়া নামে এক যুবক নিহত হয়েছে। এই ঘটনায় নিহতের শালী ঝরনা বেগম গুরতর আহত হয়েছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে নবীনগর টু রাধিকা সড়কের শিবপুর কলেজ মৌড়ে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত দুলাল মিয়া বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের আলিয়া বাজার এলাকার মৃত সুরুজ মিয়ার ছেলে এবং আহত ঝরনা বেগম বিজয়নগর উপজেলার কচুয়া মোড়া গ্রামের মো. বাদল মিয়ার স্ত্রী। 

বিষয়টি নিশ্চিত করেছেন নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনূর ইসলাম। 

জানা যায়, শনিবার রাতে শিবপুর কলেজ মোড়ে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন। স্থানীয় লোকজন ঝরনা বেগমকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার করেন। 

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনূর ইসলাম জানান, মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে একজন নিহত ও একজন গুরতর আহত হয়। ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে এবং নিহতের লাশ মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।