Image description

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে ৬টা পর্যন্ত এই ঘণ্টাব্যাপী সাক্ষাৎ হয়।

মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান শনিবার রাত পৌনে ৮টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মেইন পিলার ৬৩/৭-এস এর কাছে সীমান্তের শূন্য রেখায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে বিজিবির পক্ষে মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল আলম (পিএসসি) ও ১০ জন স্টাফ অফিসার এবং বিএসএফের পক্ষে ১৯৪ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট মুগনথান ও ১০ জন স্টাফ অফিসার অংশ নেন। আলোচনায় সীমান্তে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা, সীমান্ত হত্যা রোধ, মানব পাচার প্রতিরোধ, বিএসএফ কর্তৃক পুশ-ইন বন্ধ এবং মাদক চোরাচালান নির্মূলে কার্যকর ব্যবস্থা গ্রহণের বিষয়ে হৃদ্যতাপূর্ণ পরিবেশে আলোচনা হয়।

আলোচনা শেষে উভয় ব্যাটালিয়ন কমান্ডার ও সদস্যরা সীমান্তের শূন্য রেখা বরাবর প্রায় ২ কিলোমিটার হেঁটে সৌহার্দ্য প্রকাশ করেন। উভয় পক্ষ আগামী দিনেও সুসম্পর্ক বজায় রাখার অঙ্গীকার করে সাক্ষাৎ সমাপ্ত করেন।