Image description

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে চাকসু ভবনে নির্বাচন কমিশনের কার্যালয়ে এ কার্যক্রম শুরু হয়। প্রথম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন শাহজালাল হলের ছাত্র তায়েবুল আলম ফরাজী, যিনি ক্রীড়া সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

চাকসু নির্বাচন কমিশন জানিয়েছে, এবারের নির্বাচনে মোট ২৭ হাজার ৬৩৭ জন ছাত্র-ছাত্রী ভোটার হিসেবে তালিকাভুক্ত হয়েছেন। রবিবার সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, “চাকসু’র ২৬টি পদ এবং হলের ১৫টি পদে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। মনোনয়নপত্র বিতরণ চলবে আগামী বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটা পর্যন্ত।”

নির্বাচনের প্রস্তুতি হিসেবে কমিশন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করছে বলেও জানান তিনি।