
বাগেরহাটে চারটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল থেকে জেলা ও উপজেলাজুড়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। সর্বদলীয় সংগ্রাম কমিটির ব্যানারে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন দলের নেতাকর্মীরা কোর্ট চত্ত্বরের প্রধান ফটক, জেলা নির্বাচন অফিসসহ গুরুত্বপূর্ণ সরকারি কার্যালয়ে তালা ঝুলিয়ে প্রতিবাদ জানায়।
বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলনে সর্বদলীয় সংগ্রাম কমিটির আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম চার দিনের কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, “এটি কোনো দলের আন্দোলন নয়, এটি জনগণের অধিকারের আন্দোলন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব।” আগামী রবিবার থেকে টানা তিন দিন জেলা ও উপজেলায় হরতাল পালনের ঘোষণাও দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, গত ৩০ জুলাই নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বাগেরহাটের চারটি আসন একটি কমিয়ে তিনটি করার খসড়া প্রস্তাব দেয়। স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো এর বিরোধিতা করে শুনানিতে অংশ নিলেও, ৪ সেপ্টেম্বর ইসি চূড়ান্ত গেজেটে তিনটি আসন নির্ধারণ করে। এর প্রতিবাদে বাগেরহাটে লাগাতার বিক্ষোভ চলছে। স্থানীয়রা জানান, চারটি আসন পুনর্বহাল না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।
Comments