
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু করতে যাচ্ছে। ইসির ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, এই সংলাপ এক থেকে দেড় মাসের মধ্যে কয়েকটি ধাপে সম্পন্ন হবে। রাজনৈতিক দল, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সুশীল সমাজ, গণমাধ্যম প্রতিনিধি, পর্যবেক্ষক, নির্বাচন বিশেষজ্ঞ এবং জুলাই আন্দোলনের আহত যোদ্ধাদের এই সংলাপে আমন্ত্রণ জানানো হবে।
ইসি জানিয়েছে, নতুন রাজনৈতিক দল নিবন্ধনের প্রক্রিয়া চলছে। ১৪৩টি দলের মধ্যে প্রাথমিক বাছাইয়ে ২২টি দল টিকেছে। এসব দলের মাঠপর্যায়ের তদন্ত শেষ হয়েছে, এবং সেপ্টেম্বরের মধ্যে যোগ্য দলগুলোর বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ ও আপত্তি নিষ্পত্তির পর চূড়ান্ত গেজেট জারি করা হবে। নিবন্ধন প্রক্রিয়া শেষ করেই ইসি সংলাপ শুরু করতে চায়।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, “রোডম্যাপ অনুযায়ী, সেপ্টেম্বরের শেষ দিকে সংলাপ শুরু হবে। দুয়েক দিন এদিক-ওদিক হতে পারে, তবে আমরা পরিকল্পনা মেনে এগোচ্ছি।” তিনি জানান, নিবন্ধনযোগ্য দলগুলোর তদন্ত প্রতিবেদন যাচাই-বাছাই চলছে, এবং চার-পাঁচ দিনের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।
ইসির রোডম্যাপে ২৫ সেপ্টেম্বর আইনশৃঙ্খলা বিষয়ক সভা এবং ৩০ সেপ্টেম্বরের মধ্যে নতুন দলের নিবন্ধন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। সংলাপের জন্য আমন্ত্রণপত্র পাঠানো হবে সপ্তাহ দশেক আগে, এবং পূজাসহ অন্যান্য ছুটি বিবেচনায় অক্টোবরজুড়ে সংলাপ চলতে পারে।
বর্তমানে ইসির নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫০। নতুন নিবন্ধিত দলগুলোও সংলাপে অংশ নেবে। এছাড়া, নির্বাচনী আইন সংস্কার, আইনশৃঙ্খলা, প্রশাসন ও পুলিশের রদবদল নিয়ে দলগুলোর মতামত গ্রহণ করবে ইসি।
Comments