Image description

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রোববার সকালে একসঙ্গে তিন ছেলে ও তিন মেয়ের জন্ম দিয়েছেন প্রিয়া (২৩) নামের এক নারী। নরমাল ডেলিভারির মাধ্যমে এই ৬ নবজাতকের জন্ম হয়।

প্রিয়ার আত্মীয় ফারজানা আক্তার জানান, প্রিয়া নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার খাজুরিয়া গ্রামের বাসিন্দা। তার স্বামী মো. হানিফ কাতার প্রবাসী। গর্ভধারণের ২৭ সপ্তাহ চলছিল প্রিয়ার। আল্ট্রাসনোগ্রামের মাধ্যমে জানা গিয়েছিল গর্ভে পাঁচটি শিশু রয়েছে। গত ৯ সেপ্টেম্বর তিনি নারায়ণগঞ্জে তার বড় বোনের বাসায় আসেন। গতকাল রাতে পেটে ব্যথা উঠলে তাকে দ্রুত ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

নবজাতকদের অবস্থা সম্পর্কে ঢামেক হাসপাতালের নবজাতক বিভাগের মেডিকেল অফিসার ডা. নিলুফার ইয়াসমিন জানান, ২৭ সপ্তাহের মধ্যেই অপরিণত অবস্থায় নবজাতকদের জন্ম হয়েছে। তাদের ওজন ৬১৫ গ্রাম থেকে ৯০০ গ্রামের মধ্যে। বর্তমানে তাদের অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালে তিনটি বেড খালি থাকায় তিন নবজাতককে ঢামেক-এর নবজাতক আইসিইউতে রাখা হয়েছে। বাকি তিনজনকে অন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তবে বেড খালি হলে তাদেরও ঢামেকে ফিরিয়ে আনা হবে।