Image description

আলোচিত নারী নেত্রী ও অভিনেত্রী নীলা ইসরাফিল জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে উদ্দেশ্য করে ফেসবুকে একটি কঠোর বার্তা দিয়েছেন। তিনি জামায়াতের রাজনীতিকে ‘গালি ও অপমানের রাজনীতি’ হিসেবে আখ্যায়িত করে তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

নীলা তার ফেসবুক পোস্টে লেখেন, “আপনারা মুখে ইসলামি আদর্শের কথা বলেন, কিন্তু কাজে দেখান গালি ও অপমান। অন্য দলকে প্রশ্ন করলে যুক্তিপূর্ণ উত্তর পাওয়া যায়, কিন্তু জামায়াতকে প্রশ্ন করলেই কদর্য ভাষা ও হুমকি ঝরে পড়ে। ইসলাম কি এই গালি-গালাজের শিক্ষা দেয়, নাকি আপনারা ইসলামকে আড়াল করে নোংরা রাজনীতি করছেন?”

তিনি আরও বলেন, “জনগণকে ভয় দেখিয়ে, অপমান করে, কদর্য ভাষায় চুপ করানোর চেষ্টা যত করবেন, ততই প্রমাণ হবে আপনাদের শক্তি ইসলাম নয়, গালির রাজনীতি।”

নীলার এই পোস্টে তার অনুরাগীরা ব্যাপক সমর্থন জানিয়েছেন। একজন লিখেছেন, “ইসলামের লোকের মুখে ভাষা হবে সাবলীল।” আরেকজন মন্তব্য করেন, “জামায়াতের বিরুদ্ধে বললেই পিনাকি ইলিয়াস ভিডিও বানায়। এদের বাংলাদেশে নিষিদ্ধ করার আন্দোলন শুরু করা উচিত।” কেউ কেউ বলেন, “যেমন কর্ম, তেমনি ফল।”