Image description

বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বলেছেন, গত ১৬ বছর ছাত্রদল বিশ্ববিদ্যালয়ে যেতে পারেনি, হলে থাকতে পারেনি; তাদের নাম শুনলেই বের করে দেওয়া হয়েছে। কিন্তু শিবির নিজের রাজনৈতিক, আদর্শিক পরিচয় গোপন করে ক্ষমতাসীন দলের সদস্য হয়েছে। ওই দলটির যাতে সর্বনাশ হয় তাই মাথায় হেলমেট পরে মারামারি তারাই করেছে। গতকাল টক শো অনুষ্ঠান ‘কালের সংলাপ’- এ তিনি এসব কথা বলেন।

ফজলুর রহমান বলেন, যখন ছাত্রলীগ-আওয়ামী লীগের দুর্দিন আসছে, তখন শিবির স্বরূপে আবির্ভূত হয়েছে। সেই শিবিরকর্মীরাই এখন ডাকসুর ভিপি-জিএস।

ডাকসু নির্বাচনের প্রসঙ্গে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বলেন, এই ধরনের রাজনৈতিক পরিস্থিতিতে ডাকসুতে পাস-ফেল করলে কী আসে যায়? তা-ও তারা নিজেদের নামে পাস করেনি, একটি ঐক্যজোটের প্যানেল দিয়ে পাস করেছে। তিনি বলেন, মাহমদুর রহমান তো দুইবার ভিপি হয়েছিলেন, তার দল কি দেশ দখল করে ফেলেছে? জাসদ ছাত্রলীগ তো একসময় ডাকসু, রাকসুসহ সব দখল করে ফেলেছিল, এই কারণে তারা বাংলাদেশ দখল করে ফেলেছিল? 

১৯৭২ সালের ডাকসুর প্রথম ইলেকশনে মুজাহিদুল ইসলাম সেলিম ছাত্র ইউনিয়নের ভিপি, মাহবুব জামান জিএস। রাকসুতে তাই, চাকসুতে তাই, সব জায়গায় তারা দখল করে ফেলল। এই কারণে ক্ষমতায় চলে গিয়েছিল? কমিউনিস্ট পার্টি ক্ষমতায় চলে গিয়েছিল?