ডাকসু নির্বাচনে প্রতিটি হলে কত টাকা দেওয়া হয়েছে সবাই জানে : ফজলুর রহমান

বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান দাবি করেছেন, ডাকসু নির্বাচনে প্রতিটি হলে কত টাকা দেওয়া হয়েছে এবং কীভাবে প্রতারণা ও প্রভাব বিস্তার করা হয়েছে, তা সবাই জানে; শুধু বিএনপি অজানা। একটি দৈনিক পত্রিকার আয়োজিত টক শোতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
ফজলুর রহমান বলেন, “বিএনপি ছাড়া সবাই জানে। যে বিএনপি স্থানীয়, মেয়র বা উপজেলা নির্বাচন চায় না, শুধু সংসদ নির্বাচন চায়, তারা কেন ডাকসু নির্বাচনে রাজি হল? এটা তাদের বুদ্ধিবৃত্তিক ত্রুটির প্রমাণ।” তিনি জামায়াত ও শিবিরের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় দখলের জন্য অর্থ ব্যয়ের অভিযোগ তুলে বলেন, “জামায়াত বিশ্ববিদ্যালয় দখলের জন্য সীমাহীন অর্থ খরচ করছে।”
বিএনপি কেন বিশ্ববিদ্যালয় দখল করতে পারেনি, এই প্রশ্নের জবাবে তিনি বলেন, “শিবির ছাত্রলীগের ভেতরে ঢুকে অনৈতিকভাবে কাজ করেছে। আমরা ১৫ বছর ধরে শেখ হাসিনাকে সরাতে কাজ করেছি, সমস্ত আক্রমণ আমাদের ওপর হয়েছে। শিবিরের ওপর কোনো আক্রমণ হয়নি, কারণ তাদের খুঁজে পাওয়া যায়নি।”
তিনি আরও জানান, “১৭ বছর ধরে আমি জগন্নাথ হল, জহুরুল হক হল, মুজিব হল, জিয়া হল—কোনো হলেই যেতে পারিনি।” তিনি আশঙ্কা প্রকাশ করেন, তার এই বক্তব্যের জেরে আগামীকাল তার বিরুদ্ধে মিছিল হতে পারে।
Comments