
ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনে সংযুক্ত করার প্রতিবাদে স্থানীয় জনতা আবারও ঢাকা-খুলনা, ঢাকা-বরিশাল মহাসড়ক এবং ঢাকা-বেনাপোল রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন। রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে ভাঙ্গার ছয়টি স্থানে টায়ার জ্বালিয়ে ও ব্যারিকেড দিয়ে হাজারো মানুষ অবস্থান নিয়েছেন।
আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম ম সিদ্দিক শনিবার (১৩ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে ঘোষণা করেন, দুটি ইউনিয়ন পুনর্বহালের দাবিতে রোববার থেকে টানা তিন দিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অবরোধ কর্মসূচি পালন করা হবে। এটি তৃতীয় দফায় পঞ্চম দিনের বিক্ষোভ। আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
অবরোধের ফলে যানবাহন চালক ও সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, র্যাব, এপিবিএন ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে।
গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের আসন পুনর্নির্ধারণের ঘোষণায় ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়ন ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করা হয়, যা স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে। এর প্রতিবাদে গত শুক্রবার (১২ সেপ্টেম্বর) নয় ঘণ্টা মহাসড়ক অবরোধ করা হয়। ইউএনও ও ভারপ্রাপ্ত ওসি মো. আশরাফ হোসেনের আশ্বাসে অবরোধ তুলে নিলেও তিন দিনের আল্টিমেটাম শেষে মঙ্গলবার থেকে পুনরায় অবরোধ শুরু হয়।
প্রসঙ্গত, ২০১৩ সালের আগে ভাঙ্গা উপজেলা ফরিদপুর-৫ আসনে ছিল। পুনর্বিন্যাসের পর ফরিদপুরের পাঁচটি আসন চারটিতে রূপান্তরিত হয়।
Comments