
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মিত্র দেশগুলোকে রুশ তেল কেনা বন্ধ করার আহ্বান জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ তিনি এ আহ্বান জানান।
জেলেনস্কি লেখেন, ‘আমি সব অংশীদার—ইউরোপ, যুক্তরাষ্ট্র, জি৭, জি২০-কে আহ্বান জানাই, নিষেধাজ্ঞা আরোপ না করার অজুহাত খোঁজা বন্ধ করুন।’
তিনি আরো বলেন, ‘রুশ তেলের ব্যবহার কমানো জরুরি, আর এটি অবশ্যই রাশিয়ার যুদ্ধ করার সক্ষমতা কমিয়ে দেবে। আমরা যুক্তরাষ্ট্রের অবস্থান শুনেছি, আর যারা এখনো রাশিয়ার কাছ থেকে আমদানি করছে-তাদেরও এটি শোনা উচিত।’
এর আগে শনিবার (১৩ সেপ্টেম্বর) ‘ট্রুথ সোশ্যালে’ এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাটোভুক্ত সমস্ত দেশকে চীনের ওপর ৫০ শতাংশ থেকে ১০০ শতাংশ শুল্ক আরোপ করতে বলেছেন। তিনি মনে করেন, মস্কোর পেট্রোলিয়াম কেনার জন্য চীনের ওপর ৫০ শতাংশ থেকে ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হলে ইউক্রেন যুদ্ধের অবসান হতে পারে।
তিনি বলেন, “যুদ্ধে জয়লাভের জন্য ন্যাটোর প্রতিশ্রুতি ‘১০০ শতাংশেরও কম’। জোটের কিছু সদস্যের এখনো রাশিয়ান তেল কিনছে, যা ‘আশ্চর্যজনক’।”
Comments