Image description

নদী শাসনের কাজ করলেও তা ভাঙন ফেরাতে পারবেনা বলে মানিকগঞ্জে মানববন্ধন করেছেন গ্রামবাসী। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে সদর পৌরসভার ৯নং ওয়ার্ডের বেংরই ও কুশেরচর গ্রামের কয়েক শতাধিক মানুষ ঘন্টাব্যাপী এই মানববন্ধন করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, গ্রামের মাতাব্বর আব্দুর রাজ্জাক, মোঃ জিন্নত আলী, মসজিদের ইমাম মোঃ জাহিদুল ইসলাম, গ্রামবাসী আব্দুল হালিম, মোঃ আনুয়ার, সংকর কুমার বনিক, দীপক কুমার বনিক প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, কুশেরচর ও বেংরই গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া কালীগঙ্গা নদীর পাড় ব্লক দিয়ে নদী শাসন করা হয়েছে প্রায় ১ কিলোমিটার। কিন্তু এই জায়গার মধ্যে প্রায় হাফ কিলোমিটা জায়গার ১৩ মিটার উচ্চতায় ব্লক ফেলা হয়েছে। আর অন্য জাইগাই ফেলা হয়েছে ১৭ মিটার। সে কারনে নদীর পাড় উচা নিচা দেখা যাচ্ছে।  

বক্তারা বলেন, এই নিচু ব্লক ফেলা পাড় ঘেষে প্রায় ২০টি গ্রামের এক মাত্র যাতায়াতের রাস্তা। প্রতিদিন হাজার হাজার মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে। বর্ষার পানি অধিক হলে রাস্তার পাড়ের ব্লকের উপরে পানি উঠে যায়। সে কারনে এই রাস্তাসহ গ্রামের বসতবাড়ী গুলো নদী গর্ভে চলে যাওয়ার ঝুকি রয়েছে। অতি জরুরি নিচু জায়গাই আরও ৪ মিটার উঁচু করে ব্লক ফেলার দাবি জানান গ্রামবাসি। তা না হলে ব্লকসহ রাস্তা, বাড়ি ভাঙনের মুখে পড়বে।