Image description

অভিনেত্রী দিয়া মির্জার মা একজন বাঙালি, আর তার বাবা ছিলেন জার্মান নাগরিক। দিয়া মির্জার বয়স যখন ৯ বছর তখন তার বাবা মারা যান। এরপর দিয়া মির্জাকে দত্তক নেন এক মুসলিম দম্পতি। দিয়া মির্জা তার পালক পিতার পদবি নিজের নামের সঙ্গে ব্যবহার করেন।

তার পালক বাবার নাম আহমেদ মির্জা। সম্প্রতি পরিবেশ সচেতনতা বাড়াতে কলকাতায় একটি আলোচনাসভায় যোগ দিতে গিয়ে এসব কথা জানিয়েছেন দিয়া মির্জা। এক সাক্ষাৎকারে দিয়া মির্জা বলেন, ‘পরিবেশ সচেতনতা বাড়াতে ১০ বছর ধরে প্লাস্টিকের কোনো জিনিস ব্যবহার করি না।’

মুসলিম পরিবারের শিক্ষা বহন করেন উল্লেখ করে দিয়া মির্জা বলেন, ‘আমি স্পষ্ট বাংলা বলতে পারি।

কারণ আমার মা একজন বাঙালি। আর বাবা ছিলেন জার্মান, খ্রিস্টান। ৯ বছর বয়সে বাবাকে হারাই। তারপর আমি এক মুসলিম পরিবারে বড় হয়েছি। তারা আমাকে দত্তক নিয়েছিলেন। সেই পারিবারিক শিক্ষাই আমি এখনো বহন করি।’
 
অভিনেত্রী আরো বলেন, ‘মুসলিম পরিবার বললেই, মানুষ ভাবে-মেয়েরা কথা বলতে পারবে না।

অথচ আমি সব ডিবেটে অংশ নিতেই শিখেছি পরিবার থেকে। অপ্রয়োজনীয় কাউকে জীবনে জায়গা দিতে ভালো লাগে না। সে বন্ধু হোক কিংবা কোনো সম্পর্ক হোক। আমার ১৬ বছরের কন্যা, যাকে আমি বিবাহসূত্রে পেয়েছি। সব বিষয়ে আমাকে আর ওর বাবাকে না বলে। ওর কাছ থেকে শিখেছি না বলতে পারাটা দোষের কিছু নয়।’