সালথা প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি নাহিদ-সম্পাদক সাইফুল নির্বাচিত

ফরিদপুরের সালথা প্রেসক্লাবের (২০২৫-২৬) কার্য বছরের নির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি নুরুল ইসলাম নাহিদ এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক সমকালের প্রতিনিধি সাইফুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিনয় কুমার চাকী। সভাপতি পদে কালের কণ্ঠের প্রতিনিধি নুরুল ইসলাম নাহিদ পেয়েছেন ১২ ভোট। তার প্রতিদ্বন্দ্বী 'চ্যানেল এস' টিভির প্রতিনিধি আবু নাসের হুসাইন পেয়েছেন ১১ ভোট।
এছাড়া সাধারণ সম্পাদক পদে জয়ী দৈনিক সমকালের সাইফুল ইসলাম পেয়েছেন ১৭ ভোট। তার প্রতিদ্বন্দ্বী দৈনিক আজকালের খবর পত্রিকার প্রতিনিধি মনির মোল্যা পেয়েছেন ৬ ভোট।
নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি পদে বাংলা নিউজ ২৪.কম এর জেলা প্রতিনিধি হারুন-অর-রশীদ ১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। একই পদে দৈনিক পল্লী বাংলার প্রতিনিধি লিয়াকত হোসেন মিঞা, দৈনিক দিনকালের প্রতিনিধি মো. আজিজুর রহমান (আজিজ) ও দৈনিক নয়াদিগন্তের প্রতিনিধি মো. রেজাউল করিম নির্বাচিত হয়েছেন।
সালথা প্রেসক্লাবের নির্বাচনে অর্থ-সম্পাদক পদে দৈনিক সংবাদ প্রতিদিনের প্রতিনিধি মোশাররফ হোসেন মাসুদ নির্বাচিত হন।
এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বীতায় যুগ্ম-সাধারণ সম্পাদক পদে যুগান্তরের প্রতিনিধি মো. শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক পদে সময়ের আলোর প্রতিনিধি মো. লাভলু মিয়া, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে প্রতিদিনের কাগজের প্রতিনিধি মো. পারভেজ মিয়া, সাহিত্য ও পাঠাগার সম্পাদক পদে সমাজের বাণীর প্রতিনিধি নিজাম তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে কালবেলার প্রতিনিধি আকাশ সাহা, কার্যনির্বাহী সদস্য পদে যায়যায়দিনের প্রতিনিধি এম কিউ হোসাইন বুলবুল, দৈনিক মানবজমিনের প্রতিনিধি শরিফুল হাসান ও ইত্তেফাক এর প্রতিনিধি জাকির হোসেন নির্বাচিত হন।
Comments