Image description

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা এলাকায় গ্রামীণ ব্যাংকের ফুলতলা শাখার কর্মকর্তা অভি চৌধুরীর কাছ থেকে ৩ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় আরকান উদ্দীন (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে সাতকানিয়া থানা পুলিশ। শনিবার (১৩ সেপ্টেম্বর) ভোর রাতে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এ সময় ছিনতাইকৃত টাকার মধ্যে ৬০ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আরকান উদ্দীন কাঞ্চনা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের জাফর চৌধুরী পাড়ার জাগির হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি বিএনপির রাজনীতিতে সক্রিয় এবং বিভিন্ন মিছিল-মিটিংয়ে অংশ নেন।

ঘটনাটি ঘটে গত ৮ সেপ্টেম্বর দুপুর আড়াইটার দিকে মনুফকিরহাটের পূর্ব পাশে। ছিনতাইয়ের ঘটনা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করে। ঘটনার পর পুলিশ তৎপরতার সঙ্গে তদন্ত শুরু করে এবং গোপন সংবাদের ভিত্তিতে রাতভর অভিযান চালিয়ে আরকানকে গ্রেপ্তার করে। তার বাড়িতে তল্লাশি চালিয়ে কাপড়ের ছেঁড়া বস্তা থেকে উদ্ধার হয় ৬০ হাজার ৬০০ টাকা।

পুলিশ জানায়, আরকানের স্বীকারোক্তির ভিত্তিতে ঘটনায় জড়িত একই এলাকার বাবুলের ছেলে হেলাল এবং একজন সিএনজি চালককে শনাক্ত করা হয়েছে। তবে তারা ঘটনার পর থেকে পলাতক রয়েছে।

স্থানীয়রা জানান, আরকান কোনো পেশাগত কাজে জড়িত নয় এবং বিএনপির কর্মসূচিতে তার দাপটপূর্ণ উপস্থিতি লক্ষ্য করা যায়। সম্প্রতি তার ছবি বিএনপির একটি ব্যানারেও দেখা গেছে। এলাকার কয়েকজন জামায়াত কর্মী অভিযোগ করেন, ঘটনার পর বিএনপির কিছু সদস্য জামায়াতকে জড়িয়ে অপপ্রচার চালিয়েছে, অথচ আরকান ও হেলাল বিএনপির সক্রিয় কর্মী।

প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযানের সময় আরকান বাড়ির মাঝে লুকিয়ে ছিলেন। পুলিশ তাকে বের করে এবং তল্লাশি চালিয়ে ছিনতাইকৃত টাকার একাংশ উদ্ধার করে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং কিছু টাকা উদ্ধার হয়েছে। আমরা আরও তদন্ত করছি, বিস্তারিত পরে জানানো হবে।”