চট্টগ্রামে বিএলসির উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় সদ্য প্রতিষ্ঠিত সামাজিক সংগঠন বাকলিয়া লিডারশীপ কাউন্সিল (বিএলসি) এর উদ্যোগে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ (এ প্লাস) প্রাপ্ত কৃর্তী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে কালামিয়া বাজারস্থ সিলভার প্যালেস কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক শিক্ষার্থী, অভিভাবক, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয় তরুণ নেতৃত্ব অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
এনামুল হকের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠক ফারুক মানিক। সম্মানিত অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন,ক্যাপ্টেন শামসুদ্দিন খোকা, পটিয়া সরকারি কলেজের অধ্যক্ষ ড. ইউসুফ আলী, ইউএসটিসির সহকারী অধ্যাপক ড. আরিফ, বাকলিয়ার কৃতি সন্তান পুলিশ সুপার মনজুর মোর্শেদ, সৈয়দ, মুহাম্মদ ইসমাঈল, শিক্ষাবিদ জসিম মাহমুদ, এম.এ সবুর, লায়ন ইমরান, আজিজুল হক মাসুম, মহসিন আরফাত, সাইফুদ্দীন, মানিক, রুবেল, কামরুল হাসান, শাহজাহান, তানভীর, ডাক্তার সাব্বির প্রমুখ।
এসময় বক্তারা বলেন, শিক্ষার্থীদের এ ধরনের সংবর্ধনা সমাজে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে। একজন শিক্ষার্থীর সাফল্য কেবল তার পরিবারের নয়, বরং গোটা সমাজের গৌরব। আজকের এই কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ ও জাতির নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তারাআরও বলেন, সমাজকে এগিয়ে নিতে শুধু মেধা নয়, প্রয়োজন সৎ চরিত্র ও দায়িত্বশীলতা। শিক্ষার্থীদেরকে নৈতিকতা, নেতৃত্বগুণ ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হতে হবে। তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে জ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ করে তুলতে হবে। তাহলেই গড়ে উঠবে একটি আলোকিত ও সমৃদ্ধশালী বাকলিয়া।
অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট, ফুল ও স্মারক তুলে দেওয়া হয়।
Comments