Image description

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদারীপুরের রাজৈরে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে টেকেরহাট বন্দরের প্রিন্স হোটেলের হলরুমে উপজেলা মহিলা দলের উদ্যোগে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় মহিলা দলের সহ-সাধারণ সম্পাদক ও মাদারীপুর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মুনমুন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-শিক্ষাবিষয়ক সম্পাদক এবং কেন্দ্রীয় মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা দলের নেত্রী নিগার সুলতানা নুপুর, উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ জাকির হোসেন, শেরেবাংলা থানা মহিলা দলের সদস্য সচিব তাসলিমা আক্তার খান (চিনু), কেন্দ্রীয় মহিলা দলের সদস্য নিগার সুলতানা সহ আরও অনেকে।

এ সময় রাজৈরের বিভিন্ন ইউনিয়ন থেকে আসা মহিলা দলের নেত্রীবৃন্দ ছাড়াও ছাত্রদল, যুবদল ও মৎস্যজীবী দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে একটি র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রধান অতিথির বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা সভার কার্যক্রম শেষ হয়।