Image description

সিরাজগঞ্জের রায়গঞ্জে সোনাখাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ৯ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. আসাদ আলী সরকার (৫৫) সড়ক দুর্ঘটনার কবলে পড়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার ভুঁইয়াগাঁতী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে একটি দ্রুতগামী ট্রাকের চাপায় তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা আহত অবস্থায় তাকে দ্রুত বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থা সংকটাপন্ন হলে শনিবার ভোরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পথে আনার সময় তিনি মারা যান। মৃত্যুর বিষয়টি তার স্বজনেরা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা অভিযোগ করেছেন, ভুঁইয়াগাঁতী ওভারব্রিজের দক্ষিণ পাশের এই এলাকায় পাশবর্তী সংযোগ সড়ক না থাকায় গত কয়েক মাসে অন্তত ২০ জনের প্রাণহানি ঘটেছে। একের পর এক দুর্ঘটনার জন্য তারা ভুঁইয়াগাঁতী পল্লী বিদ্যুৎ অফিস ও উপজেলা প্রশাসনকে দায়ী করছেন। তারা প্রশ্ন তুলেছেন, “আর কত মানুষ প্রাণ দিয়ে এই ঝুঁকিপূর্ণ রাস্তা সংস্কার বা নিরাপদভাবে খোলা হবে?”

নিহত আসাদ আলীর মৃত্যুতে রায়গঞ্জ উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। আজ বিকেলে তার নামাজে জানাজা বাঁশাইল গ্রামের নিজ বাসভবনে অনুষ্ঠিত হবে।

স্থানীয়দের দাবি, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন, যাতে আর কোনো প্রাণহানি না ঘটে।

রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত ইউপি সদস্যের রুহের মাগফেরাত কামনা করছি। রাস্তাটিতে রোড ডিভাইডার ও পার্শ্ব রাস্তার বিষয়ে সড়ক ও জনপদ বিভাগে আলোচনা করা হয়েছে। পার্শ্ব রাস্তার জন্য পল্লী বিদ্যুৎ অফিসেও যোগাযোগ করা হয়েছে। তারা জানিয়েছে, পার্শ্ব রাস্তা দিলে তাদের অনেক ক্ষতি হবে। তাই এ বিষয়ে খুব শিগগিরই জেলা প্রশাসক মহোদয়কে অবগত করে জননিরাপত্তা নিশ্চিতে কাজ করা হবে।