Image description

হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার চিকনপুর নামক স্থানে অবস্থিত একটি সাধারণ ব্রিজ এখন পর্যটকদের নতুন ঠিকানা হয়ে উঠেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে ফেসবুক ও টিকটকে, এর জনপ্রিয়তা বাড়ায় স্থানীয় এবং দূরদূরান্ত থেকে আসা মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে এবং বিকেল ৪টার পর থেকে এই ভিড় তীব্র আকার ধারণ করে।

লাখাই-চিকনপুর ব্রিজের প্রধান আকর্ষণ হলো এর প্রাকৃতিক সৌন্দর্য। ব্রিজের নিচ দিয়ে বয়ে চলা একটি ছোট্ট নদী এবং তার দুই ধারের জলমগ্ন রাস্তা এক দারুণ দৃশ্য তৈরি করে। গোধূলি লগ্নে অস্তগামী সূর্যের সোনালি আলোয় এই দৃশ্য যেকোনো পর্যটকের মন কেড়ে নেয়। অনেকেই ব্রিজে দাঁড়িয়ে বাংলার লোকগান গেয়ে সময় কাটান বা একতারা হাতে মগ্ন থাকেন। কেউ কেউ আবার স্থানীয় ডিঙি নৌকায় করে নদী ও হাওরে ঘুরতে যান এবং সাঁতার কাটেন।

পর্যটকদের এই আগমন প্রমাণ করে যে স্থানটি একটি সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র হতে পারে। দর্শনার্থীরা বলছেন, যদি এই জায়গাটির রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন করা হয়, তাহলে এটি হবিগঞ্জের একটি অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্রে পরিণত হবে। বর্তমানে এখানে তেমন কোনো সুযোগ-সুবিধা নেই, তবুও দূর-দূরান্ত থেকে আসা মাইক্রোবাস, প্রাইভেট কার ও মোটরসাইকেলের দীর্ঘ সারি এর জনপ্রিয়তা তুলে ধরে।

শুধুমাত্র প্রকৃতির সৌন্দর্য দেখতেই নয়, অনেকে এখানে আসেন ছবি তুলতে বা টিকটক ভিডিও বানাতে। অনেক ফেসবুক ও টিকটক সেলিব্রিটিদের ভিড় এখানে দেখা যায়। এটি হয়তো এই স্থানটির জনপ্রিয়তার একটি বড় কারণ।

স্থানীয় এবং পর্যটকদের দাবি, কর্তৃপক্ষের নজরদারী ও যথাযথ উদ্যোগ এই স্থানটিকে একটি সুন্দর ও পরিকল্পিত পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে পারে। নয়তো অনাদরে এই সম্ভাবনা নষ্ট হওয়ার ঝুঁকি রয়েছে।