বুল্লাবাজারে আবর্জনার স্তূপ, স্বাস্থ্যঝুঁকিতে ক্রেতা-বিক্রেতা

হবিগঞ্জের লাখাই উপজেলার প্রাণকেন্দ্র বুল্লাবাজার ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। প্রায় ৬০০ ব্যবসা প্রতিষ্ঠানের এই বাজারে বর্জ্য ব্যবস্থাপনার কোনো সুনির্দিষ্ট ব্যবস্থা না থাকায় যত্রতত্র আবর্জনার স্তূপ জমে ক্রেতা-বিক্রেতাসহ সাধারণ মানুষ চরম স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন।
সরেজমিনে দেখা যায়, মাছ বাজারের উত্তর পাশ, আমিন মার্কেটের পূর্ব পাশ, সিংহগ্রাম সড়কের পাশের খাল ও ধানহাটের সন্নিকটে আবর্জনার স্তূপ থেকে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে। বাজারের ড্রেন ময়লায় বন্ধ হয়ে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। ব্যবসায়ীরা সুতাং নদী ও পার্শ্ববর্তী খালে আবর্জনা ফেলায় পরিবেশ দীর্ঘমেয়াদী হুমকির মুখে।
ক্রেতা-বিক্রেতারা তীব্র দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশে ভোগান্তিতে রয়েছেন। এক ক্রেতা বলেন, “বাজারের এই অবস্থা দেখে মনে হয় কেউ দেখার নেই।”
বুল্লা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বাদশা মিয়া বলেন, “ময়লা ফেলার জন্য নির্দিষ্ট ডাস্টবিন বা জায়গা নেই। সরকারের কাছে দ্রুত বর্জ্য ব্যবস্থাপনার জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণের দাবি জানাচ্ছি।”
Comments