
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের প্রচারণা শেষ হয়েছে। আগামী ১১ সেপ্টেম্বর প্রায় বারো হাজার শিক্ষার্থী এই নির্বাচনে অংশ নেবেন। দীর্ঘদিন পর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
নির্বাচন কমিশনের প্রধান কমিশনার মনিরুজ্জামান জানিয়েছেন, ভোটগ্রহণের দিন সকালে ব্যালট পেপার ছাপা হবে। এবারের নির্বাচনে প্রচলিত 'বেল' পদ্ধতির পরিবর্তে ওএমআর সিস্টেমের ব্যালট পেপার ব্যবহার করা হবে। তিনি আরও বলেন যে, অতিরিক্ত ব্যালট পেপার ছাপানোর খবর সঠিক নয়। দৃষ্টিপ্রতিবন্ধী ভোটাররা ভোট দেওয়ার সময় নির্বাচনী কর্মকর্তাদের সহায়তা নিতে পারবেন।
নির্বাচন কমিশনের সচিব রাশেদুজ্জামান বলেন, চূড়ান্ত ভোটার সংখ্যা ১১ হাজার ৮৮৭ জন। তবে নারী ও পুরুষ ভোটারের আলাদা সংখ্যা এখনো প্রকাশ করা হয়নি। তালিকা আপডেট করা হচ্ছে এবং নির্বাচনের আগেই তা প্রকাশ করা হবে।
প্রচারণার শেষ দিনে প্রার্থীদের ডোপ টেস্টের নমুনা সংগ্রহ শুরু হয়েছে। প্রার্থীরা বলছেন, আকস্মিক সময়সূচির কারণে তারা প্রচারণায় কিছুটা সমস্যার মুখে পড়েছেন।
নির্বাচনকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচনের দিন ১০০০ থেকে ১২০০ পুলিশ মোতায়েন থাকবে, তবে তারা ভোটকেন্দ্রের বাইরে অবস্থান করবেন। ভোটকেন্দ্রের ভেতরে আনসার ও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরাপত্তা বাহিনী দায়িত্ব পালন করবে। মোট ২১টি ভোটকেন্দ্রে ৬৭টি বুথ ও ২২৪টি গোপন কক্ষ প্রস্তুত রাখা হয়েছে।
Comments