Image description

ঢাকার কেরানীগঞ্জে জি ফোম নামের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কারখানাটির সেমি পাকা একটি বাণিজ্যিক সেড, মেশিনারিজ, কাঁচামাল ও তৈরিকৃত ফোম পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় কারখানার উৎপাদন বন্ধ থাকায় শ্রমিকরা বাইরে ছিল, তাই হতাহতের কোন ঘটনা ঘটেনি।

বুধবার (১০ সেপ্টেম্বর ) সকাল আটটার দিকে দক্ষিন কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের পানগাঁও ঝাউচর এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে পোস্তগোলা ফায়ার সার্ভিস এর দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

পোস্তগোলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ইনচার্জ আবু মোহাম্মদ সাজেদুল কবির জোয়ারদার জানান, আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে গরিলা পাম্প স্থাপন করে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হলেও পুরোপুরি আগুন নিভাতে প্রায় তিন ঘন্টা সময় লেগেছে। কেমিক্যাল জাতীয় দাহ্য পদার্থ এবং আগুনের তীব্রতা অনেক বেশি থাকায় আগুন নিভাতে বেগ পেতে হয়েছে। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ধারনা করা হলেও তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি। তবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে অন্তত ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।