Image description

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় এক মানসিক ভারসাম্যহীন যুবকের রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলার রত্না চা বাগানের জীবন জ্যোতি (রহ.) মাজার সংলগ্ন ফুলতলা রাস্তার পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতের নাম জমির উদ্দিন মাস্তান (৩০)। তিনি সদর জায়ফরনগর ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে। স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্য হারিয়ে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতেন তিনি।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, মৃতদেহটি দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেন। তবে মৃত্যুটি স্বাভাবিক না দুর্ঘটনাজনিত -তা নিয়ে দ্বিধায় পড়েছেন এলাকাবাসী। কেউ কেউ এটিকে দুর্ঘটনা মনে করলেও, অনেকেরই ধারণা এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে।

এ বিষয়ে জুড়ি থানার ওসি মোঃ মোরশেদুল আলম ভূঁইয়া বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে।