Image description

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেকে ৪৪ বছর বয়সেও 'ভীষণ হট' বলে দাবি করেছেন। কিছু সমালোচনামূলক মন্তব্যের জবাবে তিনি এই কথা বলেছেন।

রোববার নিজের কিছু ছবি পোস্ট করে স্বস্তিকা লিখেছেন, "৪৪ বছর বয়সেও আমি ভীষণ হট।" যারা তার বয়স নিয়ে কটাক্ষ করেছেন, তাদের তিনি 'জেঠু মার্কা' বলে সম্বোধন করেন। তিনি আরও বলেন, যারা এখন 'নির্লজ্জ', তারা ভবিষ্যতেও একই রকম থাকবেন।

স্বস্তিকা আরও জানান যে, এই ধরনের নেতিবাচক মন্তব্য তাকে বিরক্ত করে না, বরং তিনি এগুলোকে বিনোদনের অংশ হিসেবে দেখেন। তিনি লিখেছেন, "এগুলো আমার কাছে খোরাক... এরকম চরম লেভেলের এন্টারটেইনমেন্ট আর কোথাও পাওয়া যায় না।"

তার একটি ছবিতে ধর্মেন্দ্র মন্ডল নামে একজন মন্তব্য করেন, "অনেক বয়স হয়ে গেছে, এবারে অন্তত ভগবানের সংকীর্তন কর...।" এর জবাবে স্বস্তিকা ব্যঙ্গ করে একটি পোস্ট লিখেছেন। তিনি বলেন, ওই ব্যক্তি তাকে 'কেওড়াতলা' (শ্মশান) পাঠিয়ে দিয়েছেন এবং তার সঙ্গে ভগবানের সরাসরি যোগাযোগ রয়েছে। রসিকতা করে তিনি আরও বলেন, যদি তার কিছু হয়ে যায়, তবে তার মৃত্যুর জন্য ওই ব্যক্তিকেই যেন দায়ী করা হয়।