Image description

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার পর বর্তমানে চলছে ভোট গণনা। তবে, নির্বাচন প্রক্রিয়ার প্রতি অনাস্থা জানিয়ে ঢাবি ক্লাব কেন্দ্র থেকে ছাত্রদল সমর্থিত প্রার্থীদের পোলিং এজেন্টরা বের হয়ে গেছেন। এ ঘটনা মঙ্গলবার রাতে ঘটে।

নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে ক্যাম্পাসের বিভিন্ন প্রবেশমুখে উৎসুক জনতার ভিড় বাড়ছে। এ অবস্থায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) অযথা ভিড় না করার জন্য জনসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছে। ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান রাত ১০টা ৫০ মিনিটে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, “ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। ভোট গণনা চলছে। বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথে অযথা ভিড় এড়াতে আমরা সকলকে অনুরোধ করছি।”

ভোটগ্রহণ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে অনুষ্ঠিত হয়। ডাকসুর ২৮টি ও হল সংসদের ১৩টি পদে ভোট দিয়েছেন ৩৯,৭৭৫ জন ভোটার, যার মধ্যে ২০,৮৭৩ জন ছাত্র এবং ১৮,৯০২ জন ছাত্রী। ভোটার উপস্থিতি ছিল উল্লেখযোগ্য, যেমন—সূর্যসেন হলে ৮৮%, শেখ মুজিবুর রহমান হলে ৮৭%, এবং রোকেয়া হলে ৬৫.৫%।

নির্বাচনে ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে ভিপি পদে ৪৫ জন, জিএস পদে ১৯ জন, এবং এজিএস পদে ২৫ জন। নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে ৫ জন, জিএস পদে ১ জন এবং এজিএস পদে ৪ জন রয়েছেন।

প্রশাসনের দাবি, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। তবে, ছাত্রদলের অভিযোগ, ভোট গণনায় অনিয়ম ও পক্ষপাতমূলক আচরণের কারণে তারা ঢাবি ক্লাব কেন্দ্র ত্যাগ করেছেন। ফলাফল নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ঘোষণা করা হবে, যা এলইডি স্ক্রিনে সরাসরি প্রদর্শিত হচ্ছে।