সংবাদ সম্মেলনে সোশ্যাল ইসলামী ব্যাংকের সাবেক পরিচালকরা
যতই টাকা লাগুক, আমরাই চালাব

সোশ্যাল ইসলামী ব্যাংককে সরকারি খাতে একীভূত করার উদ্যোগের বিরোধিতা করে সাবেক কয়েকজন পরিচালক জাতীয় প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলন করেছেন। এই ব্যাংক পরিচালনার জন্য যত টাকা প্রয়োজন, তা বাংলাদেশ ব্যাংককে দিতে তারা প্রস্তুত, তবে ব্যাংকটি তাদের হাতেই রাখতে চান।
সোশ্যাল ইসলামী ব্যাংকের সাবেক পরিচালক ডা. মো. জাহাঙ্গীর বলেন, “সোশ্যাল ইসলামী ব্যাংক পরিচালনায় যত টাকা লাগে বাংলাদেশ ব্যাংককে দিতে হবে। আমরা ব্যবসা করে পরে ফেরত দেব।”
ব্যাংকটির সাবেক চেয়ারম্যান ডা. মেজর (অব.) এম রেজাউল হক বলেন, “মাথায় বন্দুক ঠেকিয়ে এই ব্যাংক দখল করা হয়েছিল। এখন আবার সরকারি খাতে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের অপরাধ কী? কোনোভাবেই আমাদের ব্যাংক নেওয়া যাবে না।” তিনি জানান, এ বিষয়ে তারা আদালতে রিট করেছেন এবং সেই রিটের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ব্যাংকটি অন্যদের হাতে দেওয়া যাবে না।
উদ্যোক্তা চেয়ারম্যান সুলতান মাহমুদ চৌধুরী বলেন, “আমরা ব্যবসায়ীরা ব্যাংক চালাতে না পারলে, অন্যরা পারবে কীভাবে? আমরাই এই ব্যাংক চালাব। এটা আমাদের সম্পদ।”
সাবেক পরিচালক আসাদুজ্জামান জানান, তারা অনেক কষ্ট করে প্রবাস থেকে অর্থ এনে এই ব্যাংক প্রতিষ্ঠা করেছেন, তাই এটি সরকারি করা উচিত নয়।
উল্লেখ্য, কেন্দ্রীয় ব্যাংকের একীভূতকরণ উদ্যোগের অংশ হিসেবে শরীয়াহভিত্তিক পরিচালিত পাঁচটি ব্যাংক—সোশ্যাল ইসলামী, এক্সিম, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, ইউনিয়ন এবং গ্লোবাল ইসলামী ব্যাংককে একীভূত করে একটি বড় ইসলামী ব্যাংক গঠন করা হচ্ছে। এই প্রক্রিয়ার জন্য প্রাথমিকভাবে ৩৫ হাজার ২০০ কোটি টাকা প্রয়োজন, যার মধ্যে সরকার ২০ হাজার ২০০ কোটি টাকা দেবে। বাকি অর্থ আমানত বীমা ট্রাস্ট তহবিল এবং প্রাতিষ্ঠানিক আমানতকারীদের থেকে নেওয়া হবে।
Comments