Image description

মানিকগঞ্জ শহরকে বিভক্তকারী অপরিকল্পিত রোড ডিভাইডার অপসারণ করে শহরের প্রবেশমুখে গোলচত্ত্বর ও ফ্লাইওভারের দাবিতে মানববন্ধন করেছে মানিকগঞ্জবাসী। আজ (৯ সেপ্টেম্বর) মঙ্গলবার সকালে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

সেওতা, জয়রা, মানরা, নারাংগাই, উচুটিয়া, বাইচাইল, উকিয়ারা, গড়পাড়া, জাগীর, বান্দুটিয়া, ঘন্টিপারা এলাকার হাজারো বাসিন্দা এই মানববন্ধনে সমবেত হন। 

মানিকগঞ্জ শহরের প্রবেশমুখে অপরিকল্পিত রোড ডিভাইডারের কারণে প্রতিদিনই শহরের মানুষের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। দুর্ঘটনা ও যানজট বেড়ে গেছে, সাধারণ মানুষ সময়মতো কর্মস্থল, বিদ্যালয় ও জরুরি গন্তব্যে পৌঁছাতে পারছেন না। এ অবস্থায় অবিলম্বে এই রোড ডিভাইডার অপসারণ করে আধুনিক নগর পরিকল্পনার অংশ হিসেবে একটি গোলচত্ত্বর ও ফ্লাইওভার নির্মাণের দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, মানিকগঞ্জ জেলার জনসংখ্যা ও যানবাহনের চাপ দিন দিন বাড়ছে। অথচ সড়ক অবকাঠামোতে সঠিক পরিকল্পনার অভাব মানুষের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলছে। দ্রুত সময়ে ব্যবস্থা না নিলে সমস্যা আরও প্রকট আকার ধারণ করবে।

তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়ে বলেন, জনদুর্ভোগ লাঘব ও প্রাণহানি এড়াতে অবিলম্বে গোলচত্ত্বর ও ফ্লাইওভারের কাজ শুরু করতে হবে। অন্যথায় আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

মানববন্ধনে জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে মানিকগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য গোলাম আবেদীন কায়সার, রফিক উদ্দিন ভূঁইয়া হাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিন্নাহ খান জিন্নাহ, জেলা শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি বাবুল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আরিফুল হক আরিফ, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান সজীব, শিবালয় উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদ আব্দুল করিম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী রুবায়েত হোসেন সাবির, জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেক, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল বাসার লিমন, সদর থানা শ্রমিক দলের সভাপতি জিয়াউর রহমান জিয়া, সাধারণ সম্পাদক মো. শাহিন খান, ভাটবাউর আরদের সভাপতি জিয়াদ উদ্দিন আহমেদ রকি, ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচালক ইঞ্জিনিয়ার ফারুক হোসেন, নবীন সিনেমা হল মার্কেটের সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতালেব, নিজাম শামসুল স্মৃতি সংঘ ক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক মনিরুজ্জামান খান মনিরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।