Image description

নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী আসনের সীমানা পুনঃনির্ধারণের কাজ সর্বোচ্চ সতর্কতা, বিচক্ষণতা এবং নিরপেক্ষতার সাথে সম্পন্ন করা হয়েছে। তিনি দাবি করেন, এই প্রক্রিয়ায় কোনো আদালতে বা অন্য কোনো কর্তৃপক্ষের কাছে প্রশ্ন তোলার সুযোগ নেই।

রোববার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি আনোয়ারুল ইসলাম বলেন, দল নিবন্ধনের কাজ প্রায় শেষ পর্যায়ে। এক সপ্তাহের মধ্যে পরবর্তী প্রক্রিয়া শেষে এই মাসের মধ্যেই চূড়ান্ত নিবন্ধন দেওয়া হবে।

নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই জানিয়ে তিনি বলেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে এই মাসের শেষার্ধে অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু হবে এবং কমিশন এ বিষয়ে শিগগিরই যথাযথ ব্যবস্থা নেবে।