
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে সাইবার হামলার শিকার হয়েছেন নির্বাচনের গুরুত্বপূর্ণ কয়েকজন প্রার্থী। এর মধ্যে ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির এবং স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের শীর্ষ প্রার্থীরা রয়েছেন। সোমবার তাদের আইডি ডিজেবল হয়েছে বলে অভিযোগ ওঠে।
ছাত্রদল-শিবির সমর্থিত কয়েকজন প্রার্থী সাইবার হামলার শিকার হয়েছেন। হঠাৎ ফেসবুক আইডি অদৃশ্য হয়ে যাওয়া এবং বারবার ডিজেবল হওয়ার অভিযোগ করেছেন দুই প্যানেলের প্রার্থীরা। সোমবার দুপুরে শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম এবং গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদপ্রার্থী সাজ্জাদ হোসাইন খানের ফেসবুক আইডি হঠাৎ ডিজেবল হয়ে যায়।
এ বিষয়ে শিবিরের প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদ এক ফেসবুক পোস্টে অভিযোগ করে বলেন, ‘আমাদের প্যানেলের প্রার্থীদের আইডিগুলোতে ক্রমাগত সাইবার হামলা করা হচ্ছে। কয়েকজন প্রার্থীর আইডি ইতোমধ্যেই সাসপেন্ডেড। কিছু আইডি পরপরই লগআউট হয়ে যাচ্ছে। আল্লাহ সহায়।’
এদিকে, ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান এবং জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিমও সাইবার হামলার শিকার হয়েছেন। কিছু সময়ের জন্য তাদের ফেসবুক অ্যাকাউন্ট ডিজেবল থাকার অভিযোগ করেছেন।
এ বিষয়ে আবিদুল ইসলাম খান নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে লিখেছেন, ‘কিছু সময়ের জন্য আমার ফেসবুক অ্যাকাউন্টটি ডিজেবল করে দেওয়া হয়েছিল। চারদিকে ষড়যন্ত্রের জাল বিরাজমান। প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয় ও প্রিয় বাংলাদেশ, সজাগ থাকুন।’
নিজের ফেসবুক আইডি গায়েব করে দেওয়ার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভিপি প্রার্থী উমামা ফাতেমা। সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন তিনি।
পোস্টে তিনি লেখেন, ‘গতকাল রাত থেকে আমার আইডিতে প্রচুর পরিমাণে রিপোর্ট করা হচ্ছে। অনেক প্রার্থীর আইডি অলরেডি গায়েব করে দেওয়া হয়েছে। হল সংসদ কিংবা সেন্ট্রাল, যাদেরই প্রতিপক্ষ মনে করা হচ্ছে তাদের এভাবে রিপোর্ট মারা হচ্ছে।’
তিনি লেখেন, ‘ডাকসুর শুরু থেকেই আমার আইডিতে রিপোর্ট মেরে রিচ কমিয়ে দেওয়া হয়েছে। এখন আইডিটাও গায়েব করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।’
তিনি আরও লেখেন, ‘এসব কারা করছেন ও কেন করছেন তা আমরা সবাই জানি। আপনারা নেতৃত্বে এলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে কেমন নিরাপদ থাকবে, ভিন্নমতের মানুষরা কীভাবে মতপ্রকাশ করবে তা আগে থেকেই বোঝা যাচ্ছে।’
উমামা লেখেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক সচেতন। এভাবে নোংরামি করে আর যাই হোক ভোটে জেতা যাবে না।’
Comments