Image description

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক সালমান শাহ’র স্মরণে ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভে (ইউডা) শুরু হয়েছে ‘সালমান শাহ চলচ্চিত্র উৎসব ২০২৫’। রবিবার সকাল ১১টায় ইউডা’র যোগাযোগ ও গণমাধ্যম বিভাগের (সিএমএস) অডিটোরিয়ামে এই উৎসবের উদ্বোধন হয়।

ইউডা’র যোগাযোগ ও গণমাধ্যম বিভাগ এবং ইউডা সিনে ক্যানভাস যৌথভাবে আয়োজিত এই মাসব্যাপী উৎসবে সেপ্টেম্বর জুড়ে প্রতি রবিবার সালমান শাহ অভিনীত জনপ্রিয় চলচ্চিত্র প্রদর্শিত হবে। প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে, যা তরুণদের মধ্যে বাংলা সিনেমার প্রতি আগ্রহ বাড়াবে বলে আয়োজকরা আশাবাদী।

উদ্বোধনী দিনে শিক্ষার্থী, শিক্ষক ও চলচ্চিত্রপ্রেমীদের উপস্থিতিতে অডিটোরিয়াম প্রাণবন্ত হয়ে ওঠে। অংশগ্রহণকারীরা জানান, সালমান শাহ শুধু একজন অভিনেতা নন, বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে তিনি এক অনন্য সাংস্কৃতিক আইকন। এই উৎসব তরুণ প্রজন্মকে তার কালজয়ী কাজ ও অবদানের সঙ্গে নতুন করে পরিচয় করিয়ে দেবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউডা’র রেজিস্ট্রার ড. ইফফাত কায়েস চৌধুরী, ডেপুটি রেজিস্ট্রার ফয়জুন নাহার, যোগাযোগ ও গণমাধ্যম বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক ইসমাইল হোসেন এবং মাহাদী হাসানসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ।