Image description

আন্তর্জাতিক ক্রিকেটের ১৪৮ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ইনিংসের প্রথম দুই বলে দুই ওপেনারের বিদায় ঘটেছে। এই বিরল ঘটনাটি ঘটেছে স্কটল্যান্ড ও কানাডার মধ্যকার এক ওয়ানডে ম্যাচে।

ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় স্কটল্যান্ড। তাদের ফাস্ট বোলার ব্র্যাড ক্যারি ইনিংসের প্রথম বলটি করেন এবং তাতে কানাডার ওপেনার আলি নাদিম আউট হন। পরের বলেই আরেক ওপেনার যুবরাজ শর্মা রানআউট হয়ে সাজঘরে ফেরেন। এভাবে পরপর দুই বলে দুই ওপেনারের বিদায় আন্তর্জাতিক ক্রিকেটে নতুন এক রেকর্ড সৃষ্টি করে।

যদিও শুরুতেই কানাডা ১৮ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে, তারপরও তারা শেষ পর্যন্ত ৪৮.১ ওভারে ১৮৪ রান সংগ্রহ করতে সক্ষম হয়। জবাবে, স্কটল্যান্ড মাত্র ৪১.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৮৭ রান করে ম্যাচটি জিতে নেয়।