নির্বাচনী এলাকা থেকে ইউনিয়ন বিচ্ছিন্নকরণ, হাইকোর্টে রিট করবেন বাবুল

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল বলেছেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্তে ফরিদপুর-৪ সংসদীয় আসন থেকে দুটি ইউনিয়ন (আলগি ও হামিরদি) ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনের সঙ্গে যুক্ত করায় স্থানীয় জনগণের মধ্যে গভীর ক্ষোভ বিরাজ করছে।
তিনি বলেন, কিছুদিন আগে নির্বাচন কমিশন ভাঙ্গা (ফরিদপুর-৪ আসনের অংশ) উপজেলার আলগি ও হামিরদি ইউনিয়নকে ফরিদপুর-২ আসনের সঙ্গে সংযুক্ত করেছে। এ সিদ্ধান্তে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমরা শুরু থেকেই বলেছিলাম—প্রয়োজনে ভাঙ্গাকে স্বতন্ত্র আসন ঘোষণা করা হোক এবং সদরপুর-চরভদ্রাসন উপজেলা মিলে একটি আসন গঠন করা হোক। কিন্তু তা না করে হঠাৎ দুটি ইউনিয়ন অন্য আসনের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে, যা কোনভাবেই গ্রহণযোগ্য নয়।
শনিবার (৬ সেপ্টেম্বর) বিকাল ৫টায় ফরিদপুরের সদরপুরের ঢেউখালী ইউনিয়নের পশ্চিম চন্দ্রপাড়া ইঞ্জিনিয়ার আজিজ শিকদার বাজারে এক উঠান বৈঠকে তিনি এ সব কথা বলেন।
শহিদুল ইসলাম খান বাবুল আরও জানান, এ বিষয়ে তারা ইতোমধ্যেই আইনি প্রক্রিয়া শুরু করেছেন। তিনি বলেন, আমরা রবিবার (৭ সেপ্টেম্বর) এ সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করব।
বিশিষ্ট সমাজসেবক মো: কবির খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুতজামান বদু, সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্যা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম রাব্বানী ও মো: মোখলেসুর রহমান খান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস, ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ শিকদার প্রমূখ।
Comments