
রাজধানীর মোহাম্মদপুরে প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে এক যুবককে ছিনতাই করার ঘটনায় জড়িত চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
শনিবার বেলা সাড়ে ১১টায় মোহাম্মদপুরের ৪০ ফিট এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক যুবক রাস্তায় দাঁড়িয়ে আছেন। হঠাৎ একটি অটোরিকশা থেকে দুজন নেমে তাকে অস্ত্র দিয়ে আঘাত করে এবং তার পকেট থেকে মানিব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দ্রুত চলে যায়।
গ্রেপ্তারকৃতরা হলেন আজহারুল, নোমান, নাসিম এবং জসিম। পুলিশ জানিয়েছে, তারা বসিলা এলাকার 'মাহী গ্রুপ' নামের একটি সক্রিয় ছিনতাইকারী চক্রের সদস্য।
তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান বলেন, "শনিবার বসিলায় একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় আমরা রাতে অভিযান চালিয়ে জড়িত চার সদস্যকে গ্রেপ্তার করেছি।"
Comments